পঞ্চবটি থেকে পুলিশ লাইন ও বিসিক নারায়ণগঞ্জ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রবিবার (১০ আগস্ট) বেলা ১১ টায় পঞ্চবটি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা থানাধীন পঞ্চবটি থেকে পুলিশ লাইন ও বিসিক নারায়ণগঞ্জ পর্যন্ত প্রধান সড়কটির অবস্থা অত্যন্ত করুণ এবং জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি কাদায় পরিণত হয় এবং বড় বড় গর্তের কারণে তৈরি হয়েছে একেকটা মরন ফাঁদ। দিনের অধিকাংশ সময় প্রচন্ড যানজটের কারণে যান চলাচলসহ সাধারণ মানুষদের চলাফেরা চরমভাবে ব্যাহত হচ্ছে। এই রাস্তাটি নারায়ণগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার লোকজন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ীরা এই সড়ক ব্যবহার করে থাকেন। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা ও কাদা জমে গিয়ে এটি একটি দুর্ঘটনা প্রবণ ও জনদুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে।
তাই এ অবস্থা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা কয়েকটি দাবী তুলে ধরেন। যার মধ্যে রয়েছে, দ্রুত রাস্তাটির পাকা অথবা টেকসই সংস্কার কাজ সম্পন্ন করতে হবে এবং যথাযথ ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করতে হবে, যাতে পানি জমে না থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রাস্তার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, পঞ্চবটী হইতে মোক্তারপুর পর্যন্ত নির্মানাধীন চায়না প্রজেক্ট এর সেচ্ছাসেবীদের অন্তত ১৫ জনকে প্রতিদিন পঞ্চবটী হতে জেলা বন বিভাগ ও বিসিক পর্যন্ত প্রশাসনের সাথে দায়িত্ব পালন করতে হবে ও যানজট নিরসনে রাস্তার মাঝে ডিভাইডার দিতে হবে।
বক্তারা বলেন, আমাদের এই যৌক্তিক আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসময় সহকারী টিম লিডার ইঞ্জিনিয়ার জহুরুল হক গণমাধ্যম কর্মীদের জানান, আমরা ইতিমধ্যে ফ্লাইওভারের কাজ অনেকখানি এগিয়ে নিয়ে এসেছি। এখন ফ্লাইওভারের ওপরে অংশের কাজ হবে। বর্তমানে জনসাধারণ যে সমস্যার মধ্যে রয়েছে আশাকরি দেড় মাসের মধ্যে আমরা এই সমস্যা সমাধান করতে পারবো।
এসময়, ফতুল্লা থানার পঞ্চবটি, ফাজেলপুর, আমতলা, বৃহত্তর ধর্মগঞ্জ, শাসনগাঁও, নবীনগর, লালপুর সহ পুরো ফতুল্লার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...