সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

পলাশবাড়ী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মধ্যে পলাশবাড়ী প্রেসক্লাব এর সৌজন্যে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেখানে মানবতার দেয়ালও উদ্বোধন করা হয়। শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টু ছাড়াও প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানবতার দেয়াল উদ্যোগটি অনেক ভালো ও উপজেলাবাসীর জন্য নতুন এক প্ল্যাটফর্ম। সব বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের উচিত হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের কথা ভেবে মানবতার দেয়াল -এ নতুন-পুরোনো পোশাক রেখে যাওয়া। কারণ, সরকারের একার পক্ষে এসব মানুষের জন্য শতভাগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয় না অনেক সময়। কিন্তু এ ধরনের প্ল্যাটফর্ম মানুষ ও মানবতার জন্য ইতিবাচক কাজ করবে। তিনি আরো বলেন শীতের কাছে ও প্রাকৃতিক দূর্যোগের কাছে আমরা মানুষেরা অনেকটা অসহায়। এখানে নেয়া দেয়াতে কোন লজ্জা,ভয় কিংবা সংকোচের কোন কারন নেই। আপনারা মানবতার দেয়াল থেকে যার যা প্রয়োজন তিনি সেটা নির্দ্বিধায় নিয়ে যাবেন আর যাদের অতিরিক্ত অথবা প্রয়োজন হয়না এমন পোশাক বা বস্তু দিতে পারেন। শেষে তিনি পলাশবাড়ী গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন এমন কর্মকান্ড যেন ছোঁয়াচে রোগের মতো সর্বত্র ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার।

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..