পাইকগাছায় তিন দিন ব্যাপী ক্লাইমেট – স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসে শেষ হয়। কৃষি অফিস চত্বরে ক্লাইমেট – স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, প্রধান অতিথি ছিলেন, খুলনা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। এসময় অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধন পূর্ববর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃঈমান উদ্দিন। সভায় প্রকল্প উপস্থাপন করেন, ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা’র সঞ্চালনায় বক্তৃতা করেন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুন্ডু , মোঃ আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, মোঃ এনামুল হক, তাপস সরকার, মৃণাল দাশ, সুব্রত দত্ত, মোঃ শামীম আফজাল, মোঃ ইমরান হোসেন, মো. ফয়সাল আহমেদ, মোঃ আতাউল্লাহ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কৃষক অনুকূল ব্যানার্জী, গোবিন্দ দাশ, দেলোয়ার হোসেন, জিয়ারুল ইসলাম প্রমুখ। এসময় সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক সহ উপকার ভোগী বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...