পাইকগাছার রাড়ুলীতে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬৮ বছরের পুরাতন মসজিদ পুনঃ নির্মাণ উপলক্ষে রাড়ুলী পশ্চিমপাড়া বায়তুল হামদ্ জামে মসজিদ ও রাড়ুলী আল্-হেরা দারুল কুরআন মাদরাসা যৌথভাবে সোমবার রাতে মাদরাসা মাঠে বার্ষিক এ ওয়াজ মাহফিল এর আয়োজন করে।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন ভারতের চব্বিশ পরগনার হাফেজ মাওলানা এএসএম সফিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন সানা। বিশেষ বক্তা ছিলেন জাতীয় মুফাচ্ছির পরিষদ খুলনার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর, ফাতিমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুফ্তি হাবিবুর রহমান হাবিবী ও মাদরাসা ও মসজিদের মুহতামিম খতিব হাফেজ মাওলানা আবু তাহের মিজবাহ। মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সেরা কৃতিত্ব অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাজী আব্দুল্লাহ।
আপনার মন্তব্য প্রদান করুন...