সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত নব্য বিএনপি সাজা ‘মডেল মাসুদের’ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ চরমে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: সাদ্দাম র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী একে একে পাঁচছাত্রকে বলাৎকার, চার মাতব্বরের মাতব্বরিতে ৪ লাখ টাকায় মিমাংসা  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা আগামীকাল কখন শুরু হবে রায় ঘোষণা : যা জানা গেলো  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

পাইকগাছা পৌরসভা চত্বরে বিএনপি আয়োজিত সাম্য ও সস্প্রীতির সমাবেশে মানুষের ঢল 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা ও পৌর শাখার উদ্দ্যেগে   শুক্রবার (২৯ নভেম্বর ) বিকালে  ৪টা থেকে পৌরসভা চত্বরে তারেক রহমানের ৩১ দফা বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।। অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথি ছিলেন বিএনপি “র চেয়ারপারসনের উপদেষ্টা  কবি সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার।  বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী,  উপজেলা বিএনপির সাংগঠনিক  সম্পাদক  আবুল হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন  জেলা বিএনপির সম্মানিত সদস্য , বিএনপি নেতা ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, জি এম আব্দুস সাওার, জেলা বিএনপির সাবেক সদস্য ও কপিলমুনি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু,, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী,সদস্য সচিব মোস্তফা মোড়ল, এ্যাডঃ সাইফুদ্দিন সুমন,  যুব নেতা এস এম মোহর আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা,ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আবু মুসা,

প্রধান অতিথি বলেন স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে কোন মূল্যের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর ।

উপস্থিত ছিলেন আঃ মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, আনারুল ইসলাম, নাজির আহমেদ,প্রভাষক ইকবাল হোসেন,  আসাদুজ্জামান খোকন,হাবিবুর রহমান, সরদার তোফাজ্জল হোসেন, মাষ্টার বাবর আলি গোলদার,,আসাদ্দুজ্জান ময়না,মফিজুর ইসলাম টাকু,আবু মুছা,মেছের,সরদার ফারুক আহমেদ, মাষ্টার মুজিবর,মনিরুজ্জামান মনি মোল্লা,  সরজিত  ঘোষ দেবেন,  টি এম শিমুল,,,হুরাইয়া বাদসা, শহীদ ,লক্ষী রানী গোলদার,এ্যাডঃ আখি,বাসন্তী মন্ডল,কাসেম সরদার,সায়েদ আলী,মাফাজুল হক প্রিন্স,রায়হান পারভেজ টিপু,রাসেল পারভেজ, মোঃ কামাল হোসেন,শাহিদুর রহমান, নুর আলি, মুনছুর গাজী  ,হান্নান,কুদ্দুস, সাইফুল, মাসুম,আজারুল,ওসমান,, লুৎফর রহমান, ফরাদ হোসেন প্রমুখ।  উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

 

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা( খুলনা) প্রতিনিধি।।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..