সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ফাহমিদা এমি / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জস্থ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিনটি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালন করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।

সকালে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের স্মৃতিকে চিরজাগরুক রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের আহবায়ক আবু হাসান টিপু বলেন, “জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয় স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হওয়া মানুষদের কথা, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে ওঠা সংগ্রামীদের কথা। আজ আমরা জুলাই শহীদদের শুধু স্মরণ করেই থেমে থাকবো না—আমরা লড়াই করে যাবো, আন্দোলন চালিয়ে যাবো, সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য।”

 

সংগঠনের সদস্য সচিব এন আর বি মামুন বলেন, “২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। শোষণ, দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা সংগ্রাম চালিয়ে যাবো।”

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন শামীম, আলী নেওয়াজ তালুকদার টরী, সদস্য নাজমুল হাসান রুমী, কাজী মাসুদ, আব্দুর রহিম, মোঃ রনি, ফাহমিদা খন্দকার এমি সহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি তারিখ নয়—এটি একটি আন্দোলনের নাম, একটি প্রতিরোধের নাম, একটি স্বাধীনতার স্বপ্নের নাম। তাই এই চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং এটি প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..