পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির পৃথক দুটি মামলায় খুলনা-৬ ( পাইকগাছা -কয়রা)আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহঃবার (২৮নভেম্বর ) বেলা সাড়ে ১১টায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে দুই মামলায় একই সাথে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন জানান, ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনা দেখিয়ে সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের নামে মামলা হয়। মামলা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা করে। যার নং ১৪। অপর দিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত মামলায় রশীদুজ্জামানকে ১ নং আসামী করে ২১ আগষ্ট ছাত্রী ইশিতা এনাম রিতু বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে।
তবে বাদীপক্ষের জি আর ১২৬/২৪ ইং মামলার আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন বলেন, আমরা আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি ২দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
বাদীপক্ষের জি আর ১১৭/২৪ ইং মামলার আইনজীবী অ্যাডভোকেট একরামুনল হক বিশ্বাস বলেন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করে আহত করেন সাবেক এমপি রশীদুজ্জামানের নির্দেশে। সেকারনে তার সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি-তর্ক সন্তষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত মন্ডল বলেন, আমরা আমার মক্কেল সাবেক এমপি রশীদুজ্জামান শারীরিক অসুস্থতা বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। আদালত সাত দিনের পরিবর্তে থানা হেফাজতে রেখে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান সাবেক সংসদ সদস্যকে পৃথক দুটি নাশকতা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মোঃ খোরশেদ আলম,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
আপনার মন্তব্য প্রদান করুন...