প্রখ্যাত ফটো সাংবাদিক শিপনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগঞ্জে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৫ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর পৌঁছাতেই রাত তিনটার দিকে দেওভোগ পাক্কারোডের খানকা গলিতে ছুটে যান প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক আবু জাফর বাবুল।
তিনি শিপনের মরদেহ শেষবারের মতো দেখেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
শিপনের হঠাৎ এই চলে যাওয়ায় সহকর্মী, বন্ধু এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...