সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির প্রস্তুতি সভা নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ কানাইঘাটে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত জগন্নাথপুরে শ্রমিক লীগ নেতা “শামসুদ্দিন ” গ্রেপ্তার জগন্নাথপুরে দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা “অন্তর” গ্রেপ্তার ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন সিকদারের শুভেচ্ছা বার্তা ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই : আসিফ আকবর প্রতিবাদের কাজ কি আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার : আসিফ নজরুলকে হাসনাত নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক জায়গা থেকে দুই মরদেহ উদ্ধার
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন সিকদারের শুভেচ্ছা বার্তা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন সিকদার মহানগর, জেলা ও থানা বিএনপির সকল স্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অগ্রদূত হিসেবে কাজ করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ উপহার দিয়ে এ দেশকে একটি নতুন রাজনৈতিক দর্শনের পথে এগিয়ে দিয়েছিলেন। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও দেশ ও জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনে অটল আছে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিরলস সংগ্রাম করেছেন। আর দেশনায়ক তারেক রহমান প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করছেন। তাঁদের দিকনির্দেশনায় বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিজয়ী হবে—ইনশাআল্লাহ।”

রুহুল আমীন সিকদার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন উদ্দীপনা যোগাবে। সকল বিভেদ ভুলে দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দলীয় নেতা-কর্মীদের সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..