সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার ও ফুটপাত উচ্ছেদে ভুলতা-গাউছিয়া এলাকাবাসীর জীবনে ফিরছে স্বস্তি ।
৩ ফেব্রুয়ারী শনিবার মহাসড়কের যানজট নিরসনে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । অভিযানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আরশাফ মোল্লা ছাড়াও ভুলতা গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধিসহ সাথে থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানের পর ফুটপাত নিয়ে মার্কেট ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় । তাদের কেউ কেউ বলেন এই এলাকার কাঁচাবাজার ও ফুটপাত উচ্ছেদের পর মহাসড়কের সৌন্দর্য ফিরে আসছে কিন্তু এই সৌন্দর্য কতটা স্থায়ী থাকবে এটাই এখন দেখার বিষয়। চাঁদাবাজরা কিন্তু অনেক প্রভাবশালী, তারা প্রশাসনকে ম্যানেজ করে আবারো মহাসড়কে ফুটপাত বসিয়ে দিবে। আবার অনেকে বলছেন এবার আর বসতে পারবে না। জানা যায় এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদসহ সব মহলের কর্মকর্তা, ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসায়ী মহল ও ফুটপাতের হকার নেতা ও জনপ্রতিনিধি সাথে নিয়ে এক যৌথ আলোচনা করে উপজেলা প্রশাসন মহাসড়কের ফুটপাত পরিস্কার রাখার স্থায়ী সমাধানের পথ বের করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

সচেতন মহল মনে করেন ভুলতা ফ্লাইওভার এলাকার সৌন্দর্য স্থায়ী করতে ফ্লাইওভারের নিচের ডিভাইডারের রেলিং তৈরি করতে হবে। ডিভাইডারে এগুলো না থাকায় ফ্লাইওভারের গোড়ায় যত্রতত্র মল-মূত্র ও প্রসাব করেন পথচারীসহ ফুটপাত ব্যবসায়ীরা। ডিভাইডারে মধ্যে জমানো মল-মুত্রের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার পরিবেশ দূষণ হওয়ায় পথচারীরা অতিষ্ঠ। এই এলাকায় ডিভাইডার ও গোল চত্বরে রেলিং হলে ফুটপাতের ভিতর হকার বসতে পারবে না এতে করে এলাকার পরিবেশও ঠিক থাকবে। উচ্ছেদের পরও ফুটপাতের দৃশ্য পরিষ্কার দেখে পথচারীরা সন্তোষ প্রকাশ করে এবং তারা সব সময় মহাসড়কের অবস্থা এমনই দেখতে চায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..