বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে নবগঠিত ইউনিয়ন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও আগামীর কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন ত্যাগী, নিবেদিতপ্রাণ এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতা-কর্মীরা। এতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উজ্জীবনের সঞ্চার হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির। এ সময় ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির পক্ষ থেকে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। ঘোষিত পরিকল্পনায় রয়েছে—
কেন্দ্র থেকে দেয়া দলীয় নির্দেশনার আলোকে সকল কর্মসূচি পালন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র তারেক রহমানের ৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন, তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য জোরদার করা ও বিভেদ নিরসনের প্রচেষ্টা, দলের সিনিয়র নেতাদের সম্মাননা ও তাদেরকে সামনে রেখে কর্মসূচি বাস্তবায়ন,
বক্তাবলি ইউনিয়ন বিএনপির পুরনো অফিস পুনরুদ্ধার ও সংস্কার, রাজনৈতিক সহিংসতায় আহত ও নিহত দলের নেতা-কর্মীদের পরিবারের সার্বিক তত্ত্বাবধান ও খোঁজখবর রাখা সর্বোপরি বক্তাবলী ইউনিয়ন বিএনপিকে জেলার সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন কমিটিতে পরিণত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সংগঠনের নেতারা জানান, একটি কার্যকর ও সংগ্রামী ইউনিয়ন বিএনপি গঠনে এই কমিটি কাজ করবে নিরলসভাবে। একযোগে সবাইকে সঙ্গে নিয়ে দলীয় সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখা হবে মূল লক্ষ্য।
নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন, বক্তাবলী ইউনিয়নের মাটি ও মানুষকে সঙ্গে নিয়ে বিএনপিকে সুসংগঠিত করে আগামীর সব আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই কমিটি।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তাবলী ইউনিয়ন বিএনপি তাদের ঐক্য, শৃঙ্খলা ও সংগ্রামী মনোভাবের একটি প্রমাণ রেখেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...