বগুড়ায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ আসামী পালানোর ঘটনা ঘটেছে, জেলার শিবগঞ্জ থানায়। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় শিবগঞ্জ থানাধীন মোকামতলার জাবারীপুর বাজারে এই ঘটনা ঘটে।
হ্যান্ডকাপসহ পালানো আসামী হলেন শিবগঞ্জ থানাধীন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ফারুক হোসেন ফারুক। ফারুক হোসেন মোকামতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ছিলেন। ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মামলার আসামি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পুলিশ ফারুক হোসেনকে গ্রেফতারের সময় এলাকাবাসী ও সচেতন মহল এএস আই তাহেরকে জিজ্ঞাসা করেন তাকে কি মামলায় ধরা হচ্ছে। এবং তার কাছে কাগজ দেখতে চাইলে তিনি কোন কাগজ দেখাতে পারেনি। এতে করে ক্ষিপ্ত হয় এলাকাবাসী। পরে মোবাইল ফোনের মাধ্যমে থানা থেকে মামলার কাগজ নেয়। ততক্ষণে আসামী ফারুক হোসেন হ্যান্ডকাপসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় জনগণ আরো বলেন, পরে স্থানীয় ওই এলাকার বিএনপি নেতা ফারুক হোসেন হ্যান্ডকাপ পুলিশের কাছে ফিরিয়ে দেয়। পুলিশ হ্যান্ডকাপ ফিরে পেলেও আসামি ধরাছোঁয়ার বাইরে।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এএসআই তাহের ও তার সঙ্গীও ফোর্সসহ ফারুক হোসেনকে গ্রেফতার করতে জান।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ হান্নান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ওই এলাকায় গিয়ে বাঁশ ঝাড়ের নিকটস্থল থেকে হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। আসামিকে ধরার তৎপরতা চলছে।
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
আপনার মন্তব্য প্রদান করুন...