বগুড়ার শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা যুব বিভাগ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট মোড় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড সাউদিয়া হোটেলের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের আমির ও দলীয় মনোনীত এমপি প্রার্থী দবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির নাজমুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিদ নাসিম, শাহিন আলম, ইফতেখার আলম, আমিনুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত ষোলো বছর ফ্যাসিষ্ট সরকার যুবকদের চরিত্র গঠনে কোন ভূমিকা রাখেনি বরং তাদের চরিত্র ধ্বংসের জন্য সব উপকরণ ব্যবহার করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। তিনি বলেন যুবকরাই দেশের প্রাণশক্তি বরং লেজুড়বৃত্তি রাজনৈতিক দলের কিছু বিপথগামী যুবকরা চাঁদাবাজি করতে যেয়ে পাথর মেরে ব্যবসায়ী ও গনমাধ্যম কর্মী হত্যা করছে।
তিনি আরো বলেন আজ জাতীয় যুব দিবস হলেও সরকারের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি এটা দুঃখজনক বরং যুবকদের চরিত্র গঠনমূলক কার্যকর উপায় গ্রহণ করা সমিচিন ছিল তিনি যুবকদের ইসলামের সূচিতল ছায়ায় আসার উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপজেলার প্রায় তিন হাজার যুবক ও দলীয় নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...