সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত নব্য বিএনপি সাজা ‘মডেল মাসুদের’ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ চরমে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: সাদ্দাম র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী একে একে পাঁচছাত্রকে বলাৎকার, চার মাতব্বরের মাতব্বরিতে ৪ লাখ টাকায় মিমাংসা  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা আগামীকাল কখন শুরু হবে রায় ঘোষণা : যা জানা গেলো  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

বগুড়া সদর দোকান মালিক সমিতি খাঁন মার্কেটের সভাপতি ইনছান, সা: সম্পাদক জহুরুল নির্বাচিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়া সদর উপজেলা দোকান মালিক সমিতি খাঁন মার্কেট এর ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মো. ইনছান আলী (ছাতা) প্রতীকে ১১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এপদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মেদ মোস্তফা (চেয়ার) প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জহুরুল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল বারী জাহিদ (উটপাখি) প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট।
শুক্রবার (২২ নভেম্বর) শহরের মেরিনা রোড খাঁন মার্কেট সংগঠন কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর বিকাল সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সফিকুল ইসলাম সাফি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ছামছুর রহমান (চশমা), ও আপেল মাহমুদ (আপেল), সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবু শাহীন (ঘোড়া) ও আরিফুর রহমান রনি, (মোটরসাইকেল), কোষাধ্যক্ষ পদে ওয়াহেদুজ্জামান প্রিন্স (ডাব), সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারহান তোহা (হরিণ), প্রচার সম্পাদক পদে আব্দুল মমিন (খেজুর গাছ), ক্রীড়া সম্পাদক পদে মো.শাহিদুল ইসলাম (সাইকেল), দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল সাদাত (দোয়াত কলম), সদস্য পদে জাহাঙ্গীর আলম রকেট (টেবিল), শ্রী সুজয় কুমার সরকার (প্রজাপতি), ওয়াজির হাসান খান নোবেল (দোয়েল পাখি), আব্দুল খালেক (মিনার), রাজিব শেখ (মোমবাতি), আব্দুস সালাম সাজু (মাইক) ও তাজুল ইসলাম (চাকা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, ১৯টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। সর্বমোট ২১০ জন ভোটারের মধ্যে ২০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সফিকুল ইসলাম সাফি জানান, বগুড়া সদর উপজেলা দোকান মালিক সমিতি খাঁন মার্কেট এর ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সফল ভাবে প্রাপ্ত ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..