সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

বন্দরে অস্ত্র ঠেকিয়ে জোরে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা

জিহাদ হোসেন। / ১৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ জুন, ২০২৫

শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরে হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী।
সোমবার (২জুন) আড়াই টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেীর ওসমানের ক্যাডার সহ ২০০/২৫০ জন হামলা চালায়। এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আহত সাংবাদিকরা হলেন, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেন ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শেখ সুমন।
এই ঘটনায় সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরোও ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন, নাসিক ২৪নং ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার ও মৃত সোবহান শিকদারের ছেলে মানিক।
আহত সাংবাদিকরা জানান, সোমবার আড়াই টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে অবস্থান করে। সেখানে গরু নামানোর ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত আওয়ামী দোসরা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে দুই সাংবাদিককে বেধে বেধড়ক মারধর করে ভিডিও ধারণ করে রাখে সন্ত্রাসীরা। হামলার এক পর্যায়ে সাংবাদিকদের সাথে থাকা দুইটি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা, দুইটি টিভি চ্যানেল এর মাইক্রোফোন, ক্যামেরা জোর পূর্বক নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..