বন্দরে চোরাই চিনি সহ মোজাম্মেল(৪০) নামে এক পাইকারি মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে লাঙ্গল বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল পিচকামতাল গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।
বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত জানান, মেসার্স শুকতারা ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে
গত ২৫ নভেম্বর রাতে মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে ৪৮০ বস্তা নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিল। পথে মধ্যে চিনি ভর্তি ট্রাকটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় শুকতারা নিজস্ব পার্কিং মাঠে অবস্থান করে। পরে স্থানীয় একটি সংঘবদ্ধ একটি চোরের দল ১৬২ বস্তা চিনি চুরি করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লাঙ্গলবন্দ বাজারে প মোজাম্মেলের পাইকারি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকানদার মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাদী বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপনার মন্তব্য প্রদান করুন...