নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কাঁচপুর চেঙ্গাইন এলাকা । সৌদি প্রবাসীর বাড়ি জোর পূর্বক দখলের চেষ্টায় উদ্দেশ্যে বাড়ির মেইন গেইট তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় ও জানালার গ্লাস বাড়ির ভিতরে থাকা চেয়ার টেবিল আসবাবপত্র লাইট ফ্যান লুটপাট করে নিয়ে যায়। কাচপুর উত্তরপাড়া শাহ আলম ভুমি খেকো। বিগত আওয়ামী শাসন আমলে সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকি দিয়ে আসছিলো।ভুক্তভোগী সোনারগাঁ থানা উপস্থিত হয়ে ১০/১২/২৩ ইং একটি আভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের জের ধরে আজ ১৮ই নভেম্বর ২৪ ইং সোমবার আনুমানিক সকাল ১০: ০০:টায় ১০/১২ জন দেশী ও অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে আতর্কিত হামলা চালায়। লুটপাট করে নির্মাণ দিন ভবনের ৬ টন রড ও চারটি ফ্যান নিয়ে যায়। যাবার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে ১ সপ্তাহ মধ্যে বাড়ি খালি করে না দিলে প্রাণে মেরে ফেলবে। ভূমিদস্যু শাহ আলমের বিরুদ্ধে সোনারগাঁ থানা একাধিক বার অভিযোগ করেন ভুক্তভোগী। সোনারগাঁও থানা এস আই শাহাদাত হোসেন বলেন। আমরা অভিযোগ হাতে পেয়েছি প্রকৃত দোষীদের বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবো।
আপনার মন্তব্য প্রদান করুন...