মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের উপকুলের আরও কাছাকাছি চলে এসেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ সারাসোটাতে স্থানীয় মধ্যরাতে স্থলভাগে আঁচড়ে পড়তে পারে এটি।
এদিকে মিল্টনের প্রভাবে ফ্লোরিডায় ভারী বৃষ্টি এবং বাতাস বইতে শুরু করেছে।
এদিকে হারিকেন মিল্টনকে ক্যাটাগরি-৫ থেকে নামিয়ে ক্যাটাগরি-৪ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বুধবার সকালে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ৪-এ পৌঁছেছে। এনএইচসি বলেছে মিল্টন ক্যাটাগরি-৪ এ নেমে এলেও এটি “অত্যন্ত বিপজ্জনক প্রধান হারিকেন” হিসেবে এখনও রয়ে গেছে। হ্যারিকেনটির বর্তমানে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৫৫ মাইল (২৪৯ কিলোমিটার)।
আপনার মন্তব্য প্রদান করুন...