সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

মসজিদ কমিটির অনৈসলামিক কাজ!!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন সুজাপুর সাতগম্বুজ মসজিদের সীমানা নির্ধারণ না করে এবং ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করে আওয়ামী নেতৃত্ব ২০১৯ সালে ততকালীন সাংসদ ও প্রাক্তন প্রাথমিক শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে দিয়ে ঘটা করে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ করে নেন। পার্শ্ববর্তী প্লটের মালিকরা সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বিগত ৫ বছরে আওয়ামী বাধায় সীমানা নির্ধারণ করতে পারে নি। গত ১৯/ ৯/২০২৪ তাং জোর পূর্বক আওয়ামী মদত পুষ্ট কমিটির কিছু লোক অনুমতি ছাড়া তর্কিত প্রাচীর প্লাস্টার করতে গেলে ভুক্তভোগীরা বাধা দেয়। ন্যায় বিচারের জন্য ইউএনও সীমানা নির্ধারণের সিদ্ধান্ত জানালে আওয়ামী গ্রুপ বিরোধিতা করে এবং প্রতিবেশীর গাছ কাটে ও মসজিদের ২নং গেট বন্ধ করে প্রতিবেশী ও অন্য মুসুল্লিদের নামাজে যাতায়াতের বাধা সৃষ্টি করে। দলবল নিয়ে তারা ইউএনও সাহেবকে জানায় মসজিদের সীমানা নির্ধারণে তারা ইচ্ছুক নয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) সীমানা নির্ধারণের দিন ধার্য করে নোটিশ করে।মসজিদ কমিটি জমি পরিমাপের দিন ০১/১১/২৪ মসজিদে ৫০ কেজি গোশত দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে। গ্রামবাসী যাতে মাপজোখে উপস্থিত থেকে সার্ভেয়ারদের প্রভাবিত করে এবং ভালো খাবার দিয়ে সরকারি আমীন ও সংশ্লিষ্ট সবাইকে খুশী করে ফায়দা নিতে এই ভুঁড়ি ভোজ এর আয়োজন বলে জানা যায়। মাপজোগের ২য় ও ৩য় দিনেও ভূরিভোজনের আয়োজন করা হয়।

অন্য দিকে মসজিদ কমিটি মাপজোগে অবৈধ সুবিধা নিবার জন্য পৌরসভার সার্ভেয়ার মিলন সাহার ভগ্নিপতি মানিক সাহা নামে হিন্দু আমীনকে বিরামপুর উপজেলা থেকে আনে। পবিত্র মসজিদের সীমানা নির্ধারণে সুবিধা নেবার জন্য হিন্দু আমীন নিয়োগ ও মসজিদের টাকায় ভূরিভোজ এর মত
অনৈসলামিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় চান্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদকের কাছে মুসল্লীদের কয়েকজন বিষয়টি স্বীকার করেছেন। সার্ভেয়ার মিলনের সংগে যোগাযোগ করলে অভিযোগের সত্যতা মেলে। মসজিদ কমিটির সভাপতি মো. মোন্নাফ সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন ও কমিটির সাধারন সম্পাদক মো:সাত্তার মন্ডলের সাথে মুঠোফোন যোগাযোগ করলে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী প্লট মালিক ডা: মুশফিক বলেন, মাপজোগ প্রভাবিত করতে ভুঁড়িভোজ, আমীন সিন্ডিকেট , ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা প্রচারনা সহ অনেক কূটকৌশল অবলম্বন করা হয়েছে। মসজিদ কমিটির এইরুপ অনৈসলামিক ও বিতর্কিত কর্মকাণ্ডে নিন্দার ঝড় বইছে।

 

দিনাজপুর প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..