সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

মুসলিম ভূখন্ডে ইসরাইলী হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

আজ ২৭ জুন শুক্রবার বাদ জুমা নগরীর ডিআইটি মসজিদ চত্বরে মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিবের সঞ্চালনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, যুব মজলিস মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।

এসময় বক্তারা বলেন মুসলিম ভূখন্ডে ইসরাইলী আগ্রাসনের নেপথ্যের কারিগর আমেরিকা। দখলদার ইসরাঈলের বর্বর আগ্রাসনের সমুচিত জবাব দেবার জন্য মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। আমরা মুসলিম ভূখন্ডে নিরীহ মানুষের রক্ত ও শিশুদের আর্তনাদের করুণ দৃশ্য আর দেখতে চাই না। এসময় বক্তারা মুসলমানদের হারানো খেলাফত ব্যবস্থা পুন:প্রতিষ্ঠার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে গনআন্দোলন গড়ে তোলার জন্য বিশেষভাবে আহবান জানান।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি জনাব নূর আলম, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক তাওহীদুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা অজিউল্লাহ, আব্দুল কুদ্দুস, সোহাগ হোসাইন, মালয়েশিয়া প্রবাসী ওমর ফারুক, মক্কা মিসফালাহ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মক্কী, যুব মজলিস মহানগর শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুব মজলিস বন্দরের সভাপতি হাফেজ রিয়াদ হাসান, ছাত্র মজলিস মহানগরের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা’দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি ডিআইটি থেকে বের হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের পর দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..