মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

রাতের আধাঁরে অতর্কিত হামলায় দুই যুবক আহত,থানায় অভিযোগ

হুমায়ুন কবির ফরিদী / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জগন্নাথপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আধাঁরে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় অটোরিক্সা চালক শায়েক (১৮) ও ছাদিক(২৮) নামক দুই যুবক আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত শায়েক মিয়া সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পত্র ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ মহন আলীর ছেলে অটোরিক্সা চালক শায়েক (১৮) এর সাথে অটোরিকশায় বিএনপির পোষ্টার লাগানো নিয়ে সম্প্রতি একই উপজেলার খাসিলা গ্রাম নিবাসী এলাইছ মিয়ার ছেলে জাকওয়ান মিয়া(২০) গং ব্যক্তিবর্গের কথা কাটা-কাটির ঘটনা ঘটলেও বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন। এরই জের ধরে গতকাল ২৪ শে আগষ্ট রোজ রবিবার দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় শায়েক মিয়া কলকলিয়া বাজার থেকে কলকলিয়া -তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক দিয়ে অটোরিকশা চালিয়ে স্থানীয় সাংগিয়ারগাঁও, ঘিপুড়া,বলবল ও কলকলিয়া জামেমসজিদ এর পূর্ব পাশে পৌছা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা জাকওয়ান মিয়া ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে শায়েক মিয়ার (১৮) গাড়ীর গতিরোধ করে এবং শায়েক মিয়া কিছু বুঝার আগেই দুষ্কৃতকারী জাকওয়ান মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালক শায়েক মিয়া(২৮) ও সাদিক মিয়া(২৮)কে এলোপাতাড়ি আঘাত ও মারপিটে করে রক্তাক্ত আহত করে। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তৎক্ষনাৎ স্থানীয়রা রক্তাক্ত আহত অবস্থায় শায়েক মিয়া (১৮) ও সাদিক মিয়া(২৮) কে প্রথমে জগন্নাথপুর থানায় নিয়ে পুলিশ প্রশাসনকে দেখিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাদিক মিয়া (২৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত অটোরিকশা চালক শায়েক মিয়ার(১৮) অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শায়েক মিয়া সেখানে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে ২৪ শে আগষ্ট রাতে শায়েক মিয়ার পিতা মহন আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে শায়েক মিয়ার পিতা মহন আলী বলেন, খাশিলা গ্রামের সুহিন আহমদ দুধু, আকিক মিয়া ও জাকওয়ান সহ তাদের লোকজন ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রাতের আধাঁরে অতর্কিত হামলা চালিয়ে আমার ছেলে ও ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত আহত করেছে। ভাতিজা সাদিক মিয়া (২৮) এর হাতে রক্তাক্ত জখম করেছে ও আমার ছেলে শায়েক মিয়া(১৮)কে বুকে পিঠে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত আহত করেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে না আসলে ওরা আমার ছেলে ও ভাতিজাকে মেরে ফেলতো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই দুষ্কৃতকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। ওদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..