সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ১

আবু কাউসার মিঠু / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামুন হোসেন (৩৮) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের আওয়ামী লীগ নেতা ও বর্তমানে ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদের সময় এলাকায় ফিরে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী বাবুর আশ্রয়ে ছিলেন।

খোকার এই উপস্থিতি জানাজানি হলে বিএনপির প্রতিপক্ষ গ্রুপ, মোস্তাফিজুর রহমান দিপুর অনুসারী বাদল গ্রুপ ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাবু ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে গোলাগুলিতে রূপ নেয়।

এতে বাদল গ্রুপের সদস্য ও বাদলের ছোট ভাই মামুন হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাও আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ তাকে উদ্ধার করে শাহবাজপুর হাসপাতালে ভর্তি করেছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামুনকে ঢামেকে পাঠানো হয়, পরে রাত ১০টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..