সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

শত প্রতিবন্ধকতা ও চক্রান্ত উপেক্ষা করেও রূপগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে চান সেলিম প্রধান

ফাহমিদা এমি / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

শত প্রতিবন্ধকতা আর চক্রান্ত উপেক্ষা করেও রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির শীর্ষস্থানীয় নেতা সেলিম প্রধান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই স্বপ্ন দেখেন বলে জানান।

সেলিম প্রধান বলেন, “আমি রূপগঞ্জকে সাজাতে চাই উন্নয়ন, সুশাসন ও শান্তির প্রতীক হিসেবে। এখানকার প্রতিটি মানুষ যেন গর্ব করতে পারে এই শহরকে নিয়ে—সেই স্বপ্ন নিয়েই আমি কাজ করে যাচ্ছি।”

তিনি দাবি করেন, বিগত আওয়ামী শাসনের সময় গোলাম দস্তগীর গাজী ও তার বাহিনীর লাগাতার নির্যাতনের শিকার হয়েছেন তিনি ও তার সহযোগীরা। কিন্তু তবুও নীতির প্রশ্নে এক চুলও বিচ্যুত হননি। বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গাজীর বাহিনী-লালিত কিছু সুবিধাবাদী চক্র যারা বিএনপির খোলসে চাঁদাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে—তাদের বাধার মুখেও পিছপা হননি সেলিম প্রধান।

তিনি বলেন, “আজও আমার স্বপ্ন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ। আমি কারো বিরুদ্ধে নয়, আমি সাধারণ মানুষের পক্ষে। যারা সন্ত্রাস-চাঁদাবাজিকে রাজনীতি মনে করে, তাদের মুখোশ উন্মোচন করাই এখন আমার লক্ষ্য।”

সেলিম প্রধান সকল সচেতন নাগরিক, দলমত নির্বিশেষে রূপগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আমরা যদি একত্র হই, তাহলে এই রূপগঞ্জ একদিন হবে সারা দেশের জন্য একটি রোল মডেল।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..