সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

শামীম ওসমান দিয়েছিলে ২ কোটি!  প্রভাবশালী আইনজীবী সাখাওয়াতের আমলনামা ফাঁস; মির্জা গালিব কে বহিষ্কার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনকে কেন্দ্র করে মহানগর বিএনপির আহবায়ক ও আদালতের প্রভাবশালী আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের আমলনামা ফাঁস করেছেন অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব যিনি এবারের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের রেজা-গালিব প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে তিনি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়ে একের পর এক তথ্য ফাঁস করেছেন।

গালিব বলেন, ২০২৪ সালের বিনাভোটের নির্বাচন বিএনপির আদর্শকে কলঙ্কিত করেছে। জিয়াউর রহমানের আদর্শকে কলঙ্কিত করেছে। সাধারণ আইনজীবীদের বিবেককে আহত করেছে। নির্বাচন উপলক্ষে যে বাণিজ্য হয় সেই বাণিজ্যের বিরোধীতা এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আগামী ২৮ তারিখের নির্বাচন আইনজীবীদের আত্মসম্মানবোধ রক্ষার নির্বাচন।

এডভোকেট গালিব মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত আমলনামা ফাঁস করতে গিয়ে আইনজীবী সমিতির কর্তৃত্ব ও সাধারণ মানুষদের জিম্মি ও ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়া বা চাঁদাবাজির অভিযোগ তুলে
আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় টর্চারসেল আছে উল্লেখ করেন। ১৯ আগস্ট সংবাদ সম্মেলনে শেখ মো. গোলাম মোর্শেদ গালিব বলেন, পূর্বে টর্চারসেল ছিলো শহীদ মিনারের পিছনে। এখন টর্চারসেল হয়েছে বারের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার একটি রুমে বিভিন্ন সমস্যার সমাধান হয়। এই রুমটা এখন টর্চারসেলে রূপান্তরিত হয়েছে। গতবার আমরা যখন মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে , সিলেকশন বাণিজ্যের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছিলাম তখন ওই টর্চার সেলে জিম্মী করে তাদের সিলেকশন মেনে নিতে বাধ্য করা হয়েছে। আমাদের একজন ভাইকে রক্তাক্ত জখম করেছে সাখাওয়াত হোসেন খান এবং আনোয়ার প্রধান তার গুন্ডা বাহিনী। মির্জা গালিব এ সময় আরো বলেন, ” আজও (১৯ আগষ্ট) সাখাওয়াত তার গুন্ডাবাহিনী কে নিয়ে এসেছিল গতবারের মতো আমাদের জিম্মি করে তাদের সিলেকশন মেনে নিতে বাধ্য করার জন্য। তাই আমরা আজ (১৯আগষ্ট) বার ভবনে যাইনি বা কোন প্রচার প্রচার আমাদের কেউ যায়নি। ”

তিনি আরও বলেন, গত ১২ আগস্ট সন্ধ্যার পরে এই টর্চার সেলে নির্যাতনের শিকার হয়েছে অ্যাডভোকেট সালাউদ্দিন ভূইয়া সবুজ। এদিন নারায়ণগঞ্জ বারের নির্বাচন বিষয়ে একচেটিয়া সিদ্ধান্তের প্রতিবাদ করাতে সালাউদ্দিন সবুজকে তার স্ত্রীর সামনে মারধর করা হয়েছে। তার স্ত্রীও একজন অ্যাডভোকেট। স্ত্রীর সামনে স্বামীকে মারধর এটা কি পরিমাণ ট্রমা যিনি ভুক্তভোগী তিনিই বলতে পারবেন।

গালিব বলেন, আমরা নারায়ণগঞ্জ বারে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে চাই, জামিন বাণিজ্য বন্ধ করতে চাই, ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই, তদবীর বাণিজ্য বন্ধ করতে চাই। এই আদালতের মান অটুটু থাকুক এটা আমরা চাই।

মির্জা গালিবকে অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সেলিম ওসমানের প্রেসক্রিপশন বাস্তবায়নকারী বলে আখ্যায়িত করার প্রতিবাদে এডভোকেট সাখাওয়াত হোসেন খানের এবং তার স্ত্রীর কিছু আমলনামা সংবাদ সম্মেলনে ফাঁস করেন মির্জা গালিব। এ সময় তিনি সাখাওয়াত হোসেন খানের স্ত্রী এডভোকেট শামিমা সেলিম ওসমানের এপিএস ছিলেন বলে উল্লেখ করেন। শেখ মো. গোলাম মোর্শেদ গালিব বলেন, সাখাওয়াত হোসেন খান আওয়ামী লীগের সময়ে বুক ফুলিয়ে রাজনীতি করেছে এটা আশ্চর্য্যজনক বিষয়। সাখাওয়াত হোসেন খানের স্ত্রী এডভোকেট শামীমা সেলিম ওসমানের এপিএস ছিলেন এটা নারায়ণগঞ্জবাসী জানে। সেলিম ওসমানের সাথে আঁতাত করে রাজনীতি করেছেন এটা নারায়ণগঞ্জবাসী জানে।

তিনি আরও বলেন, আপনি যখন মেয়র নির্বাচন করেছেন আইভীকে ফেল করানোর জন্য শামীম ওসমানের কাছ থেকে দুই কোটি টাকা নিয়েছিলেন এটা নারায়ণগঞ্জবাসী জানে। এই টাকার ভাগ নিয়ে টিপু ভাইয়ের সাথে বেশ কয়েকদিন প্রকাশ্যে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অনেক ঝগড়াঝাটি ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নারায়ণগঞ্জবাসীসহ অনেক আইনজীবীরাও জানে। সেলিম ওসমানের সাথে আপনি আজাদ করে চলছেন কিন্তু সেলিম ওসমানের ভয়ে আপনাকে কেউ কিছু বলতে পারে নাই। প্রতিবাদ করলেই মারধর প্রতিবাদ করলেই আওয়ামী লীগের দোসর আখ্যা দেন আগে নিজের চরিত্র সংশোধন করেন। আমরা কি নারায়ণগঞ্জবাসী জানে।

নারায়ণগঞ্জ এর বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেও সমালোচিত হন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। সংবাদ সম্মেলনে এডভোকেট মির্জা গালিব গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে টাকা আনতেন সাখাওয়াত হোসেন খান বলে চমকপ্রদ তথ্য দেন। গালিব বলেন, সাখাওয়াত ভাই যেই গার্মেন্টস ব্যবসাইকে নিয়ে মন্তব্য করেছেন সেই গার্মেন্টস ব্যবসায়ীর কাছে সাখাওয়াধ্যায়ের রাজনীতি অসহায়। সেই গার্মেন্টস ব্যবসায়ী বিএনপির নীতি ও আদর্শকে ধারণকারী একজন সৎ নিষ্ঠাবান স্বচ্ছ একজন ব্যবসায়ী। তার নীতি এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে সাখাওয়াত ভাইয়ের অনেক নেতাকর্মীও ব্যবসায়ীর কাছে চলে গেছে। সেই গার্মেন্টস ব্যবসায়ীর জনপ্রিয়তার ৫০ ভাগের এক ভাগ ও সাখাওয়াত ভাইয়ের নাই। এই কারণেই সাখাওয়াত ভাইয়ের গাত্রদাহ শুরু হয়েছে। মির্জা গালিব এ সময় এডভোকেট সাখাওয়াত কে নিয়ে বিদ্রুপের হাসি হাসি বলেন, যখন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নারায়ণগঞ্জ ক্লাবে বসে নিছেন, তখন আপনার গাত্রদাহ হয় নাই? এখনো স্বার্থ হাসিল করতে পারতেছেন না তাই এখন আপনার গাত্রদাহ শুরু হয়েছে। এই গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে আপনি রাজনীতি করেছেন। বর্তমানে তিনি গার্মেন্টস ব্যবসায়ীর কাছে সাখাওয়াত হোসেন খান অসহায়। এই কারণেই গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে সাখাওয়াত হোসেনে গাত্রদাহ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য পদ থেকে সংগঠনের স্বার্থ বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার অভিযোগে শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব, মোহাম্মদ কামাল হোসেন মোল্লা এবং রেজাউল করিম খান রেজাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..