সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

শেষ হলো নওগাঁর অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নওগাঁয় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শেষ হলো আজ।

নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে আজ ৮ ডিসেম্বর। ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ দিন ধরে জেলায় মোট ৪৬ টি জোনে প্রশিক্ষনার্থীদের ভাগ করে নওগাঁর ৪৬ টি স্থানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জোনে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনের মেয়াদকাল ছিলো ৪ দিন ব্যাপী।
অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য যে, প্রতি দশ বছর পর পর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে, শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল। আগামী ১০-২৬ ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ১০ ডিসেম্বর ২০২৪ ইং হতে নওগাঁর সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা, সকল প্রতিষ্ঠান, সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার, বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির, সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে যাবেন । প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৫টি মূল প্রশ্ন ও শাখা প্রশ্নসহ মোট ৭০ টি প্রশ্ন-উত্তর সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।
এই শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..