বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মন্টু মিয়া বলেন, ” শ্রমিক কারা? যারা কৃষি কাজ করে, যারা গাড়ি চালায়, ইট খোলায় কাজ করে, যারা কল কারখানায় কাজ করে তারাই শ্রমিক। আমরা যারা শ্রমিক আমরা কিন্তু ঘাম ঝড়িয়ে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করি। যদি বাংলাদেশের শ্রমিক না থাকতো তাহলে বাংলাদেশে সাহেব বলে কেউ থাকত না। শ্রমিকরা কাজ করে বলেই আপনারা আজ সাহেব বলে নিজেদের পরিচয় দিতে পারেন। আর যদি সুইপার না থাকতো তাহলে আপনাকেই এই কোট টাই খুলে ওই ময়লা পরিষ্কার করতে হতো, যদি ড্রাইভার না থাকতো তাহলে গাড়ি আপনাকে চালাতে হতো, যদি কৃষক মাঠে কাজ না করতো তাহলে পেটের খাবার জোটাতে আপনাকে লুঙ্গি কাছা দিয়ে মাঠে কাজ করতে হতো। আজ আমরা শ্রমিকরা আছি বিধায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। ”
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে এসব কথা বলেন মোঃ মন্টু মিয়া।
বক্তাবলি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে
১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এলাকায় ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ মন্টু মিয়া।
বক্তব্য দান করলে মন্টু মিয়া আরো বলেন, জিয়াউর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতো তাহলে এ দেশ স্বাধীন হত না, যদি ওনার স্ত্রী আমাদের মা তিন তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকতো তাহলে আমরা আজ উজ্জীবিত হতে পারতাম না কারণ উনি আপসহীন নেত্রী। তিনি শক্ত হাতে দেশকে পরিচালনা করে শত নির্যাতন জেল জুলুম সহ্য করে হলেও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করে গেছেন। শেষ পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার কিন্তু ঠিকই পতন ঘটেছে।
বিগত ১৭ বছর আমরা হামলা মামলা শিকার হয়েছি ঘরে থাকতে পারিনে পরিবার প্রয়োজনের মুখও ঠিকমতো দেখতে পারি নাই।
তিনি আরো বলেন, বাংলাদেশের এমন কোন ব্যবসা-বাণিজ্য নাই যা তারা দখল করে নাই। বাংলাদেশের মানুষ তিন বেলা পেট ভরে ভাত খেতে পারে নাই। আমাদের বড় শিল্প হল গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শ্রমিকরা ২৫ হাজার টাকা বেতনের দাবি করেছিল তাদের ঠ্যাকাতে গাজীপুরে তাদের মিছিলে এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী গুলি করে শ্রমিকদের হত্যা করেছিল।
গত ১৭ বছর আমরা ইলিশ মাছের গন্ধ শুকতে পারি নাই, আমরা গরুর মাংস কিনতে পারিনি, ভালো চাল কিনে ভাত খেতে পারি নাই মোটা চালের ভাত খেয়ে দিন পার করতে হয়েছে। ভালো কাপড়চোপড় বাচ্চাদের কিনে দিতে পারি নাই, ভালো স্কুলে সন্তানদের পড়াতে পারি নাই। আজকে দেখেন তারা লুটপাট করে দেশকে কোথায় নিয়ে গেছিল শেখ হাসিনা আর তার দোসরা।
তিনি আরো বলেন, কথায় কথায় তারা বলতে আমরা নাকি রাজাকারের দল আর তারা নাকি মুক্তিযুদ্ধার দল। আরে, আপনারা যদি এত কিছুই করেছেন এত ভালই ছিলেন তাহলে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন কেন।
আমরা প্রায় স্লোগান দিতাম, ” চশমাওয়ালী বুবুজান বাংলা ছাড়া ভারত জান” আপনি কিন্তু সেই কথা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এ দেশ আপনার না, আপনার ভারত প্রীতির কারণে সেই ভারতে গিয়ে পালিয়ে উঠছেন।”
কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হৃদয় হাসান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আলাউদ্দিন বারী, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মোঃ রাসেল প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ মান্নান মুন্সী, বক্তাবলি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আওলাদ হোসেন।
অনুষ্ঠানটির আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মোঃ শেখ। এছাড়াও আরো ছিলেন মোহাম্মদ আসলাম, মোহাম্মদ বাসেদ শেখ, মোহাম্মদ মুক্তার প্রমূখ।
আপনার মন্তব্য প্রদান করুন...