সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

স*ন্ত্রাসীদের সাথে বসেই স*ন্ত্রাস মুক্ত সমাজ গঠনের সভা করলেন নবাগত পুলিশ সুপার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মাদক সন্ত্রাস চাঁদাবাজ সাইবার ক্রাইম জঙ্গিবাদ বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত পুলিশ সুপার পীযুষ কান্তি মজুমদার এলাকার চিহ্নিত চাঁদাবাজ হত্যার চেষ্টা মামলার এজাহার ভুক্ত আসামি ভূমি দস্যুদের সাথে নিয়ে মতবিনিময় করলেন গতকাল ১৯ অক্টোবর।

জানাযায় হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মোবারক। গত ১৩ আগস্ট স্থানীয় বিএনপি নেতা আবু হানিফ রিমনকে হত্যার চেষ্টা ও হামলায় সরাসরি সম্পৃক্ত এই মোবারক ও তার সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজ ভূমিদুস্যু ও দখল বাণিজ্যের বিষয়ে এই মোবারক এর নামে একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকায় ফলা আকারের প্রতিবেদন ছাপা হলেও নির্বিঘ্নে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে তার অবৈধ কার্যক্রম।

উক্ত হত্যা চেষ্টা মামলার বাদী আলমগীর শান্ত নুরু সাক্ষরিত অভিযোগে ১ নং বিবাদী মোঃ মোবারক, পিতা: কাসেম আলী, সাং কদমীর চর ইউপি কালাপাহাড়িয়া, উপজেলা/ থানা আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ। মামলার তারিখ ২৭ আগষ্ট ২০২৪।

উক্ত মামলা অন্যান্য আসামীরা হলেন সুমন, পিতা কাসেম আলী, সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক চোরা, পিতা মৃত মফিজ উদ্দিন, সাইফুল ইসলাম, পিতা সিদ্দিকুর রহমান, শাওন, পিতা কালাম, সজীব, পিতা কুদ্দুস, ইউনুস, পিতা মোসলে উদ্দিন, সবুজ, পিতা মসলে উদ্দিন সহ অজ্ঞাত আরো অনেকে।

এই মোবারক ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এলাকায় অভিযোগের অন্ত নেই। তাদের ভয় ভীত সন্ত্রস্ত থাকতে হয় নিরীহ জনসাধারণকে।

বিগত আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সহচর এই মোবারক অসংখ্য অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। গত ৫ আগস্ট স্বৈরশাসন হাসিনার অবসান ঘটলে বড় বড় নেতা আমলাররা পালিয়ে বেরালেও অজ্ঞাত কারণে এলাকায় প্রভাব বিস্তার করে চলছে এই মোবারক ও তার সন্ত্রাসী বাহিনী।

হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি হয়েও কিভাবে এই মোবারক প্রশাসনের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সাথে এক টেবিলে বসে আলোচনা করে তা নিয়ে ব্যাপক সমালোচনায় মুখর পুরো এলাকা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মোবারক প্রশাসনকে ম্যানেজ করেই চালায় তার অপরাধ সাম্রাজ্য। আর তাই সুশীল সমাজের প্রশ্ন, এ ধরনের অপরাধেরাই যখন প্রশাসনের কর্মকর্তাদের সাথে ওঠাবসা করে তাহলে কোন অপরাধীদের ধরার জন্য মাঠে থাকবে প্রশাসন আর কাদেরী বা নিরাপত্তা দেবে প্রশাসন? সেটাই এখন টক অফ দ্যা টাউন।

গতকাল পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে এ ধরনের শীর্ষ সন্ত্রাসীদের বৈঠকে এখন আলোচনা ঝড় বইছে সর্বত্র।

এ বিষয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..