সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানোর কথা বলেছেন।

গ্রেপ্তাররা হলেন, ফয়সাল ওরফে কেটু মিজান (যাকে হত্যাকাণ্ডের হোতা বলছে পুলিশ), তার স্ত্রী গোলাপী, সুমন, আল আমিন, স্বাধীন, মো. শাহ জালাল (৩২), এবং মো. ফয়সাল হাসান (২৩)।

উপ-কমিশনার রবিউল বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এর মধ্যে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকার উত্তরার তুরাগ এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গেপ্তার করেছে র‌্যাব।

এছাড়া, মামলার অন্যতম আসামি শাহ জালালকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে এবং মো. ফয়সাল হাসানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহ জালাল কুমিল্লার হোমনার কাশিপুর ইউনিয়নের অনন্তপুরের হানিফ ভূঁইয়ার ছেলে এবং ফয়সাল পাবনা চাটমোহর থানার পাচবাড়ীয়ার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। ফয়সাল গাজীপুর বাসন থানার চান্না মাহাবুব স্কুল মোড় এলাকায় ভাড়া থাকেন।

রবিউল আরও বলেন, “তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, তার সঠিক তথ্য বের করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত জানানো হবে।”

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার রাতে চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড়ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..