সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের নিরবতায় কাউকেই মানছেনা অপরাধিরা। গোদনাইলে পুরাতন আইলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ ডেমরা সড়কের পুরাতন আইলপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত স্থানীয় বিএনপি কর্মী হাবিবুর রহমান হাবিব রাস্তার পাশের্^ সিএন্ডবি’র জায়গা ভোগ দখল করে আসছিলো। সম্প্রতি মাদক সন্ত্রাসের গড ফাদার আজমিরি ওসমানের গুন্ডা বাহিনীর সদস্য সানমুন এর নেতৃত্বে মাদক বিক্রেতা রাজু, সন্ত্রাসী স্বদেশ ও নারী খেকো সেন্টু বাহিনীর সদস্যরা গত ২৫ এপ্রিল সন্ধ্যায় জমি দখল করার জন্য হাবিরের উপর অতর্কিত হামলা চালায়। বেশ কয়েকদিন যাবত সন্ত্রাসী রাজু ও স্বদেশ একটি ক্লাব ঘর নির্মাণ করতে এলাকায় অস্ত্রের মোহড়া দিয়ে ভয়ভিতী সৃষ্টি করে আসছিলো। যার কারণে পরিকল্পিতভাবে হাবিবের ভোগ দখলকৃত জমিটি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ভূমি দস্যূতা চালায়, অথচ ফতুল্লা থানার একটি বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী সন্ত্রাসী সানমুন ও নারী লিপ্সু সেন্টু। হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং এলাকায় অরাজকতা সৃষ্টি করে চুরি, ছিনতাই ও মাদকে সয়লাব করে ফেলেছে। এদিকে সেন্টুর মেয়ের জামাই স্বদেশ সেই সিবু মার্কেট লামাপাড়া থেকে এসে আইলপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছে। ছমির আলীর কুখ্যাত ছেলে স্বদেশ নিজ এলাকায় আধিপত্ব বিস্তার করতে নাপেরে স্বশুরের এলাকায় রাম রাজত্ব চালাচ্ছে। বিশেষ করে এলাকায় শিল্প কারখানা ও গার্মেন্টস্ েএক আতঙ্কের নাম রাজু ও সানমুন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদক বিক্রেতাদের তালিকায় রাজু ও সানমুনের নাম রয়েছে বলে জানা গেছে। রাজুর বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। এলাকায় দিনের পাশাপাশি রাতের বেলায় চিপায় চাপায় নিয়ে গার্মেন্টস্ শ্রমিকদের মোবাইল ও টাকা পয়সা রেখে দিচ্ছে রাজু বাহিনী। এলাকায় অস্ত্রের ভয়ভিতী দেখিয়ে চাঁদাবাজি করছে সানমুন ও রাজু সহ স্বদেশ বাহিনী। আওয়ামিলীগের দোসর হিসেবে পরিচিত সানমুন, সেন্টু, রাজু ও স্বদেশের নিকট আত্মীয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা নবীগঞ্জ এলাকার আফজাল হোসেনের আশির্বাদে ওরা কাউকেই মানছে না। আব্দুর রহমান সেন্টু এলাকায় ভাঙ্গারীর দোকান দিয়ে চুরির আখড়া গড়ে তুলেছে। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পাঠানটুলি ও আইলপাড়া এলাকাবাসী। ওদের উৎপাত যেন কোন মতেই থামছে না। কেউ প্রতিবাদ করলে তার মানহানীসহ হত্যা করার হুমকি দিচ্ছে। যার কারণে এলাকায় নিরীহ সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গেছে। সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুতা, চুরি ও ছিনতাই প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র্যাব ও ডিবির আশু হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগন।
আপনার মন্তব্য প্রদান করুন...