সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জ-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ৬ নেতা, কে হবে ধানের শীর্ষের প্রার্থী

ইফতিয়াজ সুমন, / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির নবীন ও প্রবীন ৬ মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় গেলো বন্যায় ফসলহারা কৃষক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোজঁ খবর নিচ্ছেন, কৌশল বিনিময়,সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সভা সমাবেশে মিলিত হচ্ছেন। পাশাপাশি সম্প্রতি ঈদুল ফিতরের আগ মূহুূর্তে অসহায় মানুষজনকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা ও কেউ কেউ করেছেন বলেও জানা যায়। আয়তন ও ভোটের দিক দিয়ে সুনামগঞ্জ ১ আসন সবচেয়ে বড়। এই আসনে ৬ এর উপরে মনোনয়ন প্রত্যাশী মাঠে গণসংযোগ করছেন। বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও মাঠে বেশ কিছু নেতা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। খসড়া ভোটার তালিকা অনুসারে সুনামগঞ্জ ১ আসনে মোট ভোটারে সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬ শত ৯৫ জন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের পদচারনায় সুনামগঞ্জ-১ আসনে এখন ভোটের হাওয়া বইতে শুরু করেছে। মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্র থেকে তাদের মনোনয়ন নিশ্চিত করতে জনসমক্ষে আসার নানা কর্মসূচী নিয়ে এলাকার স্থানীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করছেন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশার জন্য মাঠে রয়েছেন নতুন ও পুরাতন মুখ। মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে শুভেচ্ছা,বিনিময়,পোষ্টার,ব্যানার,ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নিজেদের অবস্থান ও প্রার্থীতার বিষয়টি জানান দিচ্ছেন।

সুনামগঞ্জ-১ আসনে নতুন পুরনো মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। বর্তমানে যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) ও সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় ছাত্রদল নেতা দানশীল ব্যক্তিত্ব গরীব অসহায় মানুষের বন্ধু মাহবুবুর রহমান সরকার বলেন,আমি বিগত সতেরো বছর সুনামগঞ্জ-১আসনের সকল প্রকার প্রাকৃতিক দূযোগ,ফসলরক্ষা বাঁধ সহ সকল কর্মকান্ডে মানুষের পাশে রয়েছি। তিনি আরো বলেন, করোনা ও গত বছরের বন্যার সময় বাড়ি বাড়ি গিয়ে এাণ ও আর্থিক সহায়তা দিয়েছি।যে কোন সামাজিক,সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে এসেছি। আমি হাওর পাড়ের সন্তান। ছোট বেলা থেকে ছাত্র রাজনীতি করে হাওরের সমস্যা সম্ভাবনা নিয়ে সবার সুখে-দুঃখে কাজ করে আসছি। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সুনামগঞ্জ-১আসনকে মডেল হিসেবে গড়ে তুলবো।

এছাড়াও সুনামগঞ্জ-১আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তাহিরপুরে তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক।

অপরদিকে,সুনামগঞ্জ-১আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, কামরুজ্জামান কামরুল।

মনোনয়নের দৌড়ে রয়েছেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি,ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন।

এবং সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী,ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান,ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মোতালেব খান।

সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সাবেক এমপি নজির হোসেন এর সহ ধর্মীনী সালমা নজির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..