সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সোনারগাও জনকল্যান সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

 

সোনারগাঁয়ের হোসেনপুর জনকল্যান সমিতির উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র/ছাত্রীদের উপহার প্রদান করা হয়েছে। এছাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক আলহাজ্ব মো: বজলুর রহমান সিআইপি।
চেলারচর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মনির আহমেদ। আরও উপস্থিত ছিলেন, হোসেনপুর জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান রিপন, সহ ক্রীড়া সম্পাদক মো: ইমরান হোসেন জনি, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন আলম প্রমুখ।
আয়োজকরা জানান, সকাল সাড়ে ৯ টা থেকে ৫ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা চক্ষু চিকিৎসা দিয়েছেন। এরমধ্যে ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। দুপুরে ৫০ জন মেধাবী ছাত্র /ছাত্রীকে শিক্ষ উপকরণসহ স্কুল ব্যাগ দেয়া হয়। এবং ১ হাজার ২০০ নারী-পুরুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিকালে  ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নাজোয়া ফ্যাশন ক্রীড়া একাদশকে ৩ উইকেটে পরাজিত করে জুনায়েদ আল রাফি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। এবং ম্যান অব দ্য ম্যাচ হয় নয়ন। বিপুল সংখ্যক গ্রামবাসী মাঠের চারপাশ থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন। পরে আমন্ত্রিত অতিথি, সমাজের বিশিষ্টজন, হোসেনপুর জনকল্যাণ সমিতির কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ টীমের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথি মো: বজলুর রহমান সিআইপি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলা-ধূলা ও শিক্ষার বিকল্প নাই। তাই নিয়মিত খেলা-ধূলা ও ভালোভাবে লেখাপড়া করার জন্য তরুণ এবং  যুবসমাজের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, হোসেনপুর জনকল্যাণ সমিতি প্রতি বছর বিভিন্ন সমাজ সেবামূলক  কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন বেচে আছি। এলাকার সার্বিক উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যভাবে ভালো কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..