সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

২০২৪ এর ৫ই আগষ্ট নারায়নগঞ্জের সেক্টর কমান্ডার ছিলেন গিয়াসউদ্দিন: রনি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা অভিভাবক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন একজন বীর যোদ্ধা। তিনি কোন সাধারণ মানুষ নন। ফ্রিডম ফাইটার তিনি। ১৯৭১ সালে যেমন রণাঙ্গনের যুদ্ধ করেছিলেন তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির হয়ে যুদ্ধ করেছেন এবং দেশকে আরেকবার স্বাধীন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রণাঙ্গনের সেনাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার নেতৃত্বে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা তার নির্দেশে মাঠে ছিলাম।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় এনায়েত নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য এসব কথা বলেন মশিউর রহমান রনি।

এ সময় মশিউর রহমান রনি আরো বলেন, আমরা ১৭ বছর গুম খুম নির্যাতনের শিকার হওয়ার পরও অসংখ্য মামলা খাওয়ার পরও ভয় পাই নাই পিছু হটি নাই। আমরা নারায়ণগঞ্জের মানুষ। এলাকার লোকাল সন্তান। আমরা ভয় কি জিনিস বুঝি না, এই মাটিতেই বুক উচু করে রাজনীতি করেছি।

গিয়াসউদ্দিনকে সাংগঠনিক অভিভাবক হিসেবে উল্লেখ এর রনি আরও বলেন, নিজেদের শরীরের রক্ত এমনিতেই টগবগ টগবগ করে। গিয়াসউদ্দিন সাহেব যদি নির্দেশ দেয় তবে আর কোন কিছু ভালো লাগে না। ঘরে থাকতে পারিনা। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে গিয়াসউদ্দিনের নেতৃত্বে জীবন বাজী রাখতেও রাজী আছি।

তিনি এসময় আরো বলেন, দীর্ঘ সতেরো বছর পর নিজের মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..