সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগ কর্মী ওয়াসিম আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট মামলায় ইজিবাইকের চাঁদাবাজ হিসেবে পরিচিত আওয়ামী লীগ কর্মী চাবি ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতের দিকে ফতুল্লা থানার সামনে থেকে তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ওয়াসিম সস্তাপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। গত ২২ আগষ্ট ২০২৪ ওয়াসিমের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা দায়ের করা হয়। প্যানাল কোড ১৮৬০ এর ১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ১১৪ ও ৩৪ ধারায় তার নামে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওয়াসিম শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশের অনুসারী চাঁদাবাজ আজিজুলের শেল্টারে সাইনবোর্ড থেকে চাষাঢ়া ও শিবু মার্কেট থেকে ফতুল্লার পোস্ট অফিস সড়কে ইজিবাইকে জোড় করে চাঁদাবাজি করতেন। আওয়ামী লীগ আমলে ওয়াসিম তার সহযোগী জনি ও মোল্লা মামুনকে নিয়ে চাঁদাবাজির পাশাপাশি ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করতেন। এতে তারা কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। এছাড়াও তারা বিভিন্ন কারখানার ঝুট নিয়ন্ত্রণ করতেন। তারা সস্তাপুর এলাকার শাহজামাল, মজিবুর, জুয়েল ও হিমেল এর দিক নির্দেশনায় কুতুবআইল ও কমর আলী স্কুলের ভোট কেন্দ্র দখল করে জাল ভোটও দিতেন। তাদের ভয়ে সাধারণ মানুষ টু শব্দ করতে পারতেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাঁদাবাজি এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা। তার গ্রেফতার স্থানীয় জনগণের মধ্যে সন্তোষের সৃষ্টি করেছে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ওয়াসিমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে তারা নিরাপদে বসবাস করতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..