নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লা রণক্ষেত্রের রূপ নিল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দুঃসাহসী হুমকির ঘটনায়।
বুধবার রাতে পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি ও নেতৃবৃন্দকে হত্যার হুমকি, অশ্রাব্য গালিগালাজ এবং বাসভবনে হামলার পর ক্ষুব্ধ এলাকাবাসী নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। পরে সদর থানা পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
ঘটনার বিস্তারিত:
গত কয়েক মাস ধরে চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার মাউন্ট রয়েল স্কুল, শিশুকল্যাণ স্কুল, শ্রম কল্যাণ কেন্দ্র ও সংযোগ সড়কে বহিরাগত মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যায়।
পাশাপাশি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পায়।
এ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার রাতে পঞ্চায়েত পরিষদের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন চালানো হয়। স্থানীয়দের লাঠি-বাঁশ নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কিন্তু বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে জড়ো হয় এবং পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগাল, দেখে নেওয়ার হুমকি ও আতঙ্ক সৃষ্টির জন্য বাসার ফটকে লাথি ও ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পঞ্চায়েত নেতারা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বাগে জান্নাত মহল্লাবাসী নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ মিছিল বের করে মিশনপাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় তারা মাদক ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দেন।
পরে সদর মডেল থানার এসআই রক্তিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
পঞ্চায়েতের ঘোষণা:
পঞ্চায়েত সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ বলেন,
“আমরা মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আগে থেকেই আন্দোলন করে আসছি।
এবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়বো। কোন হুমকিতেই আমরা ভয় পাব না।
আপনার মন্তব্য প্রদান করুন...