সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ থেকে অপহরণ হওয়া দুই শিশু বরিশাল থেকে উদ্ধার 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত সাত এবং তিন বছর বয়সী দুই শিশুকে বরিশাল জেলার হিজলা থানার ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম (সেবা)  পুলিশ সুপার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ ডিসেম্বর দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে দুই শিশু নাঈম (৭) এবং নাবিল (৩), নিখোঁজ হয়। দুপুর ২টার পর তাদের বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যায় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় শিশুদের বাবা-মা প্রথমে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার কাছে অভিযোগ জানানো হলে জিডি মূলে পিবিআই বিষয়টি তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পিবিআই নিশ্চিত হয় যে, অপহরণকারীরা শিশুদের নিয়ে বরিশাল জেলার হিজলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।
১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ১২ ডিসেম্বর সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়।
উদ্ধারের পর শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত নারী ও পুরুষ অপহরণকারীরা স্টেডিয়াম থেকে কৌশলে তাদের অপহরণ করে। আদালতের নির্দেশে শিশুদের তাদের পিতা আব্দুল কাদিরের জিম্মায় হস্তান্তর করা হয়।
এই ঘটনায় ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অপহৃত শিশুদের উদ্ধার হওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..