সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিভিন্ন দুর্নীতি, অনিয়মসহ চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চাঁদাবাজি ও হুমকির ঘটনায় টিআই আবু নাঈম সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের আইজিপি ও অতিরিক্ত আইজিপি (অপরাধ-৩) বরাবর লিখিত অভিযোগ দেন আঁখিনুর চৌধুরী নামে এক সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, আবু নাঈম সিদ্দিকী নারায়ণগঞ্জের শিমরাইল-সাইনবোর্ড হাইওয়ে পুলিশের ইন্সেপেক্টর (টিআই) হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে শিমরাইল (চিটাগাং রোড) সাইনবোর্ডের উত্তর ও দক্ষিন পাশে ঘর নির্মাণ করে গাড়ীর কাউন্টারসহ বিভিন্ন ধরনের দোকান ভাড়ার নামে মোটা অংকের চাঁদা আদায় করে আসছে। টিআই আবু নাঈমকে দিনের বেলায় সড়কে দেখা না গেলেও রাতের বেলা বিভিন্ন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়সহ মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে আটকিয়ে মামলার ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করছে প্রতিদিন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর আবু নাঈম সিদ্দিকী শিমরাইল- সাইনবোর্ড এলকার মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে জনসাধারণকে অতিষ্ঠ করে তোলার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে ওই সাংবাদিক আরও উল্লেখ করেন, আবু নাঈমের এসব অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে মসজিদে রাসুলুল্লাহ (সা:) জামে মসজিদের কর্তৃপক্ষ। মসজিদের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রতিবাদ করায় বেশ কয়েকদিন যাবৎ উত্তর সাইনবোর্ড এ নির্মাণাধীন মসজিদে রাসুলুল্লাহ (সা:) জামে মসজিদের নির্মাণ কাজে বাধা প্রদান করে আসছে পাশাপাশি মসজিদে রাসুলুল্লাহ(সা:) জামে মসজিদ ভাঙ্গার হুমকি দিয়েছেন। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত দেড়টার সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের জন্য থাকার ঘর নির্মাণের জন্য ট্রাক মাটি ফেলে যাওয়ার পর টি আই নাঈম সিভিল পোশাকে ১০-১২ জন পরিবহন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে মসজিদ ও মোয়াজ্জিনের থাকার ঘর ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। এসময় প্রদিবাদ করলে বেশ কয়েকজন সংবাদকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো ও মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কের পাশে যে অবৈধ স্থাপনা ছিলো সেগুলো নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ উচ্ছেদ করেছে কিছুদিন আগে। সেখানে আমরা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ডিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলাম। তারা মূলত মসজিদের নাম বিক্র করে সরকারি জায়গা দখলের পায়তারা করছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে যদি জড়িত থাকি তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..