১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি,
তুমি জেলার মর্যাদা পেয়ে,
আত্মপ্রকাশ করেছিলে গৌরবের সাথে।
মেঘনা-ডাকাতিয়া-পদ্মার কোলজুড়ে,
তোমার সৌন্দর্য ছড়িয়ে আছে বিস্তৃত প্রান্তরে।
নদীর কূল জুড়ে শ্যামলিমা,
মাঠে মাঠে সোনালি ফসলের হাসি।
চাঁদপুর, তোমার ইতিহাসে জড়িয়ে আছে,
বাংলার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের গাথা।
তোমার মাটিতে জন্ম নিয়েছে কবি-সাহিত্যিক,
তাদের কলমে ফুটে উঠেছে বাংলার চিরায়ত রূপ।
আজ তোমার জন্মদিনে,
হৃদয় ভরে শুভেচ্ছা জানাই।
চির উন্নত, সমৃদ্ধ হোক তোমার পথ,
চাঁদপুর, তুমি থাকো বাংলার গৌরব, চির অম্লান।
– প্রিয় চাঁদপুর, শুভ জন্মদিন!
আপনার মন্তব্য প্রদান করুন...