সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে, অনশন কর্মসূচি পালন করছে  বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা।

নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারীর বিরুদ্ধে। নীতিমালা ভঙ্গ করে পছন্দের লোককে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি এমন অভিযোগ করেছেন ডিলারের জন্য আবেদন করা ভুক্তভোগী ব্যক্তিরা। এ বিষয়ে বঞ্চিত একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অনিয়মের অভিযোগে গত ৭ অক্টোবর উপজেলার আটটি ইউনিয়নের ১৬ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের নিয়োগ বাতিল হয়।এর প্রেক্ষিতে ১৪ অক্টোবর নতুন ডিলার নিয়োগের আবেদন আহবান করা হয়।এতে ৬৬জন আবেদন করেন। প্রাথমিক যাচাই বাচাইয়ে ২৭ জনের আবেদন বাতিল হয়ে যায় এবং ৩৯ জন বৈধতা পায়।হটাৎ করে গত মঙ্গলবার ১৫ জনকে ডিলার নিয়োগ দিয়ে নাম প্রকাশ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।

সরিজমিনে ঘুরে একাধিক আবেদনকারীর সাথে কথা বললে তারা জানান, স্বচ্ছতার ভিত্তিতে নয় বরং অস্বচ্ছভাবে এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় নিজের পছন্দের  মানুষদের ডিলার নিয়োগ দিয়েছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।

এমন অভিযোগ উঠায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বসে  অনশন করেন।

অনশনে নেতৃত্ব প্রদান করেন  বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের বদলগাছী প্রতিনিধি মোঃ রাকিব হোসেন, আতিকুর রহমান শুভ,মোস্তাকিম।

মোঃ রাকিব হোসেন পিতা- হেলাল হোসেন উপজেলার পাহাড়পুর ইউপির জগদীশপুর গ্রামের হেলাল হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন ছাত্র  জনতার আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগষ্ট জয়পুরহাট পাচুরমোড়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড়মাস হাসপাতালে ভর্তি ছিলো। দরিদ্র রাকিবের পরিবার তার চিকিৎসা ভার বহন করতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।  রাকিবের পরিবার আজও পায়নি কোনো সরকারি সুযোগ সুবিধা।

সরকারি সুযোগ সুবিধা না পাওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগের পূর্বে আহত রাকিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচী কমিটির সভাপতি মাহবুব হাসান  ডিলার নিয়োগের আবেদন করার পরামর্শ দেন এবং রাকিব আহত শিক্ষার্থী হিসেবে তাকে  ডিলারশীপ পেয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

গত মঙ্গলবার ১৫ জনকে ডিলার নিয়োগ দিয়ে নাম প্রকাশ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস। যে তালিকা নাম প্রকাশ পায়নি রাকিবের। সেইসাথে আবেদনকারীদের না জানিয়ে নিজেদের স্বেচ্ছাচারিতায় এবং পছন্দের মানুষদের ডিলারশীশ নিয়োগ দেওয়ায় আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনশন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গণ।

 

উক্ত বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনকারী বদলগাছী প্রতিনিধি মোঃ আতিকুর রহমান শুভ জানান, পূর্বের ন্যায় স্বেচ্ছাচারিতায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ নিয়োগ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও উপজেলা খাদ্য বান্ধব কমিটি। আমরা এই নিয়োগ প্রক্রিয়া মানছি না। আবেদন কারীদের সামনে রেখে লটারির মাধ্যমে ডিলারশীপ নিয়োগ করতে হবে।

এবিষয়ে  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছাঃ সাবরিন মোস্তারির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার মুঠোফোন টি রিসিভ করেন নাই।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মাহবুব হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে এবং কেন এমন অভিযোগ উঠেছে তার জন্য তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। তবে বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকতা কে জানিয়ে আপনাদের দাবি অনুযায়ী লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় ডিলার নিয়োগ করা হবে।

 

মোঃ সারোয়ার হোসেন অপু 
বিশেষ প্রতিনিধি,

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..