সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

কুতুবপুরে গোলজার এর বাড়ী দখল করতে হুমকি দিচ্ছে মনু ও তার সন্ত্রাসী বাহিনী, এস পি অফিসে অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ফতুল্লার কুতুবপুরে মোঃ গোলজার হোসেন এর বাড়ী দখল করতে হুমকি দিচ্ছে পূর্ব লামাপাড়া মনু, কালা চাঁন, আলী আহাম্মদ, ছালামসহ আরোও অজ্ঞাত নামা ১০/১২ জন। এ বিষয়ে মোঃ গোলজার হোসেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছন। তিনি জানান, আমার বাড়ীর সামনে জোরপূর্বক ভাবে একটি সাইনবোর্ড লাগিয়ে উক্ত দেয় ভূমি দস্যুরা। আমি তাদের বাধা দিতে গেলে ১নং বিবাদী মনুর পিস্তল দ্বারা আমাকে গুলি করার উদ্দেশ্যে এগিয়ে আসে আমাকে পিস্তলের বাট দিয়া পিঠের মধ্যে আঘাত করে এবং ২নং বিবাদী কালা চাঁন বলে গুলি করিয়া দেব, ৩ ও ৪নং বিবাদীরা আমাকে লাঠি দ্বারা বাড়ী দেয় এবং অশ্লিল ও অশ্রব্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।পাঠকদের জন্য অভিযোগের কপি টি হুবাহু তুলে ধরা হলঃ বরারব, জনাব পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, বিষয় অভিযোগ প্রসঙ্গে। যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আদি নিম স্বাক্ষরকার মোঃ গোলজার হোসেন (৫০), পিতা-মৃত জিন্নত আলী, সাং-পূর্ব লামাপাড়া, পোঃ ও থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করিতেছি যে, আমি বিগত ৬০৬৬নং সাফ কবলা দলিল, ০৮/১১/২০০৪ইং তারিখে কুতুবপুর মৌজায় সেঃ মেঃ জরীপের জে.এল সাবেক ২০১নং এস.এ ১৫ নং, আর.এস ১০ নং মৌজা কুতুবপুরস্থিত। সি.এস ১২৪নং এস.এ ৯৮নং আর.এস ১৬০নং খতিয়ানভুক্ত মিউটেশন ৯৯১ নং খতিয়ানভুক্ত। যাহার জোত নং ৯৯০ নং বেট। সি.এস ও এস.এ ৫০৭নং এবং আর.এস ১৭২ নং দাগের নাল জমি মং ৭৭ শতাংশ হইতে হইতে ওয়াবদার একোয়ার কৃত মং ৪১ শতাংশ বাদে মং ৩৬ শতাংশ হইতে ২৫.৫০ শতাংশ ইহার কাতে ১০ শতাংশ হইতে ০৫ শতাংশ জমি খরিদ করিয়া ভাড়াটিয়াদের নিকট হইতে ভাড়া আদায় করিয়া ২১ বৎসর যাবত ভোগদখল করিয়া আসিতেছি। কিন্তু অদ্য বিবাদীগণ ১) মনু (৫৫), সাং-পূর্ব লামাপাড়া, ২) কালা চাঁন (৪২), উভয় পিতা-মৃত জুম্মন সরদার, ৩) আলী আহাম্মদ (৪৫), পিতা-মৃত সাবু মিয়া, উভয় সাং-নয়ামাটি, ৪) ছালাম (৫৪), পিতা-অজ্ঞাত, সাং-পূর্ব লামাপাড়া, পোঃ ও থানা ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জগণ এবং আরোও অজ্ঞাত নামা ১০/১২ জন আমার বাড়ীর সামনে জোরপূর্বক ভাবে একটি সাইনবোর্ড গাড়িয়া দেয়। আমি বিবাদীগণকে বাধা প্রদান করিলে ১নং বিবাদী পিস্তল দ্বারা আমাকে গুলি করার উদ্দেশ্যে এগিয়ে আসিয়া আমাকে পিস্তলের বাট দিয়া পিঠের মধ্যে আঘাত করে, ২নং বিবাদী বলে গুলি করিয়া দেব, ৩ ও ৪নং বিবাদী আমাকে লাঠি দ্বারা বাড়ী দেয় এবং অশ্লিল ও অশ্রব্য ভাষায় গালিগালাজ করিয়া প্রাণ নাশের হুমকি প্রদান করেন। উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানাইলে বিবাদীগণ উক্ত সংবাদ পাইয়া উত্তেজিত ও ক্ষিপ্ত হইয়া আমার বসত বাড়ীতে আসিয়া আমাকে আবারো পিস্তল, দা, জেনী, লোহার রড, লাঠি-সোটা ইত্যাদি অগ্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমার বাড়ীতে বেআইনী প্রবেশ করিয়া আমাকে হত্যা করার চেষ্টা করে। এবং বিবাদীগণ আরোও হুমকি প্রদান করে যে, উক্ত ঘটনার ব্যাপারে আইনের আশ্রয় নিলে খুন করিয়া ফেলিবে। এখন আমি আমার ও আমার পরিবার বর্গ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের ভয়ে মানবেতর জীবন যাপন করিতেছি। এ বিষয়ে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানাইয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। এমতাবস্থায় আমি ও আমার পরিবার বিবাদীদের ভয়ে ভীত সন্ত্রস্ত্র অবস্থায় দিনাতিপাত করিতেছি। কখন যে কি হয় বলা যায় না।অতএব প্রার্থনা উপরোক্ত বিষয়টি তদন্ত করিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং সুবিচার করিতে জনাবের মর্জি হয়। বিনীত, মোঃ গোলজার হোসেন, তারিখ-০৯/০৪/২০২৫ইং।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..