আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন–এসি বাসের ভাড়া পাঁচ টাকা কমানো এবং ছাত্রদের অর্ধেক বাস ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গণদাবির মুখে বাসভাড়া কমানোয় আগামীকাল রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ডাকা আধা বেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাঁর কার্যালয়ে পরিবহন মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করে প্রত্যেক যাত্রীর বাসভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসভাড়া ৭০ টাকা করার ঘোষণা দেন। একই সঙ্গে ছাত্রদের জন্য বাসভাড়া অর্ধেক করার ঘোষণা দেন।
জেলা প্রশাসকের ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, ‘কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোবাইল ফোনে বাস ভাড়া কমানোর বিষয়টি জানিয়েছেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া ৫০ টাকা, এসি বাস ভাড়া ৭০ টাকা এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, অন্য রুটগুলোতেও সিএনজিচালিত বাস ভাড়া নির্ধারণে কমিটি গঠন করার কথা ডিসি জানিয়েছেন। আমরা এ ঘোষণা গ্রহণ করছি ও সাধুবাদ জানাচ্ছি। আমাদের দাবিগুলোর একটি সুরাহা জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করছি, আন্দোলনের মাধ্যমে যে প্রাপ্তি, এটি জনগণের বিজয়। বাস ভাড়া বৃদ্ধির পরে কমানোর নজির বাংলাদেশে খুব কম। নারায়ণগঞ্জে ২০১১ সালে এবং আজকেও যৌক্তিক কারণে কমিয়েছি। চাঁদাবাজ মাফিয়ারা বিতাড়িত হয়েছে। তাদের নির্ধারিত ভাড়া কখনোই চলতে পারে না।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...