রাজধানীর আজিমপুর থেকে অপহৃত আট মাস বয়সী শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র্যাব এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার ও আট মাস বয়সী শিশুকে নিয়ে যায়।
শিশুটির অপহরণের খবর ছড়িয়ে পড়লে তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে শিশুটির ছবি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে হাজারো মানুষ সহযোগিতা করে।
উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে লালবাগ থানার আজিমপুর এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারে ডাকাতির সময় শিশুটিকে অপহরণ করা হয়। ঘটনার পরপরই র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে জানান, শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার তদন্ত চলছে।
আপনার মন্তব্য প্রদান করুন...