উত্তরবঙ্গের আলোচিত তুফান সরকারের বড় ভাই হত্যা সহ একাধিক মামলার আসামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত শনিবার (২১ই জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধনীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
এসব তথ্য সংবাদ কর্মীদের জানান বগুড়া জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’
তিনি আরো বলেন, গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...