নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাফেজীবাগ এলাকায় অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের গ্রুপের হামলায় আব্দুল কুদ্দুস (৭০) নামে এক পান দোকানী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ বন্দর শাহী মসজিদ এলাকায় এ সংঘর্ষ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু হোসেন জানান, বন্দর রেললাইন অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন ধরে সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা সমর্থক রনি-জাফর গ্রুপের সঙ্গে আরেক সাবেক কাউন্সিলর হান্নান সরকারের লোকজনের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হন। শনিবার রাতে হান্নান সরকারের গ্রুপের বাবু-মেহেদীর নেতৃত্বে আশা গ্রুপের জাফর-রনির ওপর হামলা চালানো হয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এর একপর্যায়ে হান্নান গ্রুপের লোকজন আশা গ্রুপের আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার জেরে আশা গ্রুপ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, এর সঙ্গে আমি জড়িত নই। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে। আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা বলেন, ‘বাবু, মেহেদী, রনি ও জাফর সবাই এক সময় একসঙ্গে চলাফেরা করত। কিন্তু সম্প্রতি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।’
তদন্ত থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এখানে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...