সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:০২ অপরাহ্ন

মোবাইল কোর্টের অভিযানে নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের চৌধুরীবাড়ী ও সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ জুন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকারের নেতৃত্বে এই অভিযানে ৩টি স্পট থেকে প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন ও জব্দ করা হয়।

প্রথমে চৌধুরীবাড়ীর আরামবাগ রোডে অবস্থিত হরিসেবা মন্দিরের পাশে একটি কারখানার উৎস পয়েন্ট থেকে অবৈধভাবে ৩/৪ ইঞ্চি গ্যাস বিতরণ লাইন স্থাপন করা হয়েছিল। এই লাইন দিয়ে প্রায় ২০০ বাড়ির ৬০০ চুলায় গ্যাস সরবরাহ হচ্ছিল। অভিযানে উৎস পয়েন্ট সম্পূর্ণরূপে কিল (বন্ধ) করা হয়।

অতপর, এলাকার চিত্তরঞ্জন পুকুরপাড়ে আরও একটি অবৈধ ৩/৪ ইঞ্চি গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। এই লাইন দিয়ে ৮০০ বাড়ির প্রায় ১,৬০০ চুলায় গ্যাস সরবরাহ হতো। অভিযানে ১,৫০০ ফুট গ্যাস পাইপ ও ৫০০ ফুট প্লাস্টিকের হুজ পাইপ জব্দ করা হয়।

এছাড়া, চৌধুরীবাড়ী বাস স্ট্যান্ডের নিউ আল মেরাজ হোটেল এন্ড বিরিয়ানি হাউজে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্নার কাজ চলছিল। হোটেলটিতে ৩টি (৪৫ সিএফটি) স্টার বার্নার ও ১টি (৭৫ সিএফটি) গ্রিল ব্যবহার করা হচ্ছিল। মোবাইল কোর্ট হোটেলের সংযোগ কেটে দেয় এবং মালিক মেরাজ গাজীর বিরুদ্ধে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, “জ্বালানির অপচয় ও অবৈধ ব্যবহার রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনো ধরনের অবৈধ সংযোগ বা অপচয় ধরা পড়লে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

এই অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, যা জনসুরক্ষা ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..