সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

মসজিদ কমিটির অনৈসলামিক কাজ!!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাধীন সুজাপুর সাতগম্বুজ মসজিদের সীমানা নির্ধারণ না করে এবং ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনা অমান্য করে আওয়ামী নেতৃত্ব ২০১৯ সালে ততকালীন সাংসদ ও প্রাক্তন প্রাথমিক শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে দিয়ে ঘটা করে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ করে নেন। পার্শ্ববর্তী প্লটের মালিকরা সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বিগত ৫ বছরে আওয়ামী বাধায় সীমানা নির্ধারণ করতে পারে নি। গত ১৯/ ৯/২০২৪ তাং জোর পূর্বক আওয়ামী মদত পুষ্ট কমিটির কিছু লোক অনুমতি ছাড়া তর্কিত প্রাচীর প্লাস্টার করতে গেলে ভুক্তভোগীরা বাধা দেয়। ন্যায় বিচারের জন্য ইউএনও সীমানা নির্ধারণের সিদ্ধান্ত জানালে আওয়ামী গ্রুপ বিরোধিতা করে এবং প্রতিবেশীর গাছ কাটে ও মসজিদের ২নং গেট বন্ধ করে প্রতিবেশী ও অন্য মুসুল্লিদের নামাজে যাতায়াতের বাধা সৃষ্টি করে। দলবল নিয়ে তারা ইউএনও সাহেবকে জানায় মসজিদের সীমানা নির্ধারণে তারা ইচ্ছুক নয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) সীমানা নির্ধারণের দিন ধার্য করে নোটিশ করে।মসজিদ কমিটি জমি পরিমাপের দিন ০১/১১/২৪ মসজিদে ৫০ কেজি গোশত দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে। গ্রামবাসী যাতে মাপজোখে উপস্থিত থেকে সার্ভেয়ারদের প্রভাবিত করে এবং ভালো খাবার দিয়ে সরকারি আমীন ও সংশ্লিষ্ট সবাইকে খুশী করে ফায়দা নিতে এই ভুঁড়ি ভোজ এর আয়োজন বলে জানা যায়। মাপজোগের ২য় ও ৩য় দিনেও ভূরিভোজনের আয়োজন করা হয়।

অন্য দিকে মসজিদ কমিটি মাপজোগে অবৈধ সুবিধা নিবার জন্য পৌরসভার সার্ভেয়ার মিলন সাহার ভগ্নিপতি মানিক সাহা নামে হিন্দু আমীনকে বিরামপুর উপজেলা থেকে আনে। পবিত্র মসজিদের সীমানা নির্ধারণে সুবিধা নেবার জন্য হিন্দু আমীন নিয়োগ ও মসজিদের টাকায় ভূরিভোজ এর মত
অনৈসলামিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় চান্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদকের কাছে মুসল্লীদের কয়েকজন বিষয়টি স্বীকার করেছেন। সার্ভেয়ার মিলনের সংগে যোগাযোগ করলে অভিযোগের সত্যতা মেলে। মসজিদ কমিটির সভাপতি মো. মোন্নাফ সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন ও কমিটির সাধারন সম্পাদক মো:সাত্তার মন্ডলের সাথে মুঠোফোন যোগাযোগ করলে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী প্লট মালিক ডা: মুশফিক বলেন, মাপজোগ প্রভাবিত করতে ভুঁড়িভোজ, আমীন সিন্ডিকেট , ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা প্রচারনা সহ অনেক কূটকৌশল অবলম্বন করা হয়েছে। মসজিদ কমিটির এইরুপ অনৈসলামিক ও বিতর্কিত কর্মকাণ্ডে নিন্দার ঝড় বইছে।

 

দিনাজপুর প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..