বগুড়ার শেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ জুন শনিবারে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান।
এ সময় খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন, অনুমোদনহীন কার্যক্রম এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কে ৫০ হাজার টাকা, কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী এলাকার সততা এগ্রো ফুড লিমিটেড কে ১ লাখ টাকা ও সোনার মদিনা অটো রাইস মিল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হান্নান, প্রশাসনকি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৬ ও ৭ ধারার অপরাধে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...