সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

কুতুবপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শনে টিটু

ফাহমিদা এমি / ১৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

আগামীকাল ৮ই কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মীরকুঞ্জ কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যপদ নবায়ন কর্মসূচি। এই উপলক্ষে আজ কর্মসূচির প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন করেছেন ফতুল্লা থানা বিএনপির সম্মানিত সভাপতি শহিদুল ইসলাম টিটু।

তার নেতৃত্বে একদল নেতাকর্মী মীরকুঞ্জের অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপস্থিত এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি মঞ্চের প্রস্তুতি ও সার্বিক আয়োজন খতিয়ে দেখেন এবং সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধি দল। তারা একযোগে বলেন, “এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের অনেক মেধাবী তরুণ বিএনপির সঙ্গে যুক্ত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শক্তিশালী ভুমিকা রাখবে।”

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “এই কর্মসূচি আমাদের সাংগঠনিক শক্তিকে আরও সুসংগঠিত করবে। কুতুবপুর ইউনিয়নের মতো জায়গায় আমাদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই আশাব্যঞ্জক। ইনশাআল্লাহ আগামীকালকের কর্মসূচি একটি সফল ও ঐতিহাসিক দিন হয়ে থাকবে।”

উল্লেখ্য, দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলছে, যার অংশ হিসেবে কুতুবপুরেও এই আয়োজন করা হয়েছে।

এ সময় সাথে আরও ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, প্রচার বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান তপন, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তারিকুর রহমান ছোট টিটু, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক তন্ময় আহম্মদ অনিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..