সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

বক্তাবলী ইউনিয়নে গিয়াসউদ্দিনের আগমন ঘিরে প্রশ্ন: তিনি কি দলীয় গঠনতন্ত্রের বাইরে অবস্থান করছেন?

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক জেলা সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিনের বক্তাবলী ইউনিয়নে আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। ১২ জুলাই তার এই আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে “সত্যের সন্ধানে আমি” নামক একটি ফেসবুক পেইজে পোস্ট করা এক বক্তব্যে গিয়াসউদ্দিনের আগমনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেখানে বলা হয়

“প্রিয় স্যার, আপনি নিজেকে দলের গঠনতন্ত্রের প্রতি দায়বদ্ধ মনে করেন, দেশের জন্য নিবেদিত মনে করেন। কিন্তু আপনি যে ১২ জুলাই বক্তাবলী আসছেন, তা কি আপনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা বুঝে করছেন? আপনি কি বক্তাবলী ইউনিয়ন বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সাথে কোনো যোগাযোগ করেছেন? আপনার প্রতিনিধিরা কি অন্তত খোঁজ নিয়েছেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে কি না?”

 

পোস্টটিতে আরও বলা হয়— যদি এই নবগঠিত কমিটির পরিচিত এবং ত্যাগী ফাইটার নেতারা এই আয়োজনে না থাকেন, তবে গিয়াসউদ্দিনের এই আগমন কতটুকু যৌক্তিক— তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে পোস্টদাতার স্পষ্ট অভিযোগ,

“আপনি যদি মনে করেন কেবল লোকমান আর হাসানের ভোটেই আপনি জয়ী হবেন, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু আপনি কি বুঝতে পারছেন না যে, এভাবে দলের গঠনতন্ত্র উপেক্ষা করে আয়োজিত প্রোগ্রাম দলীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে?”

 

তাদের মতে, গিয়াসউদ্দিনের আগমন একাংশের আয়োজনে হলেও এটি নবগঠিত কমিটির উপেক্ষা করে করা হলে তা সরাসরি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের শামিল। এমনকি অভিযোগ উঠে যে, এর আগেও এক নৌ-সভায় তিনি দলবিরোধী বক্তব্য দিয়ে দলের অস্তিত্বকেই চ্যালেঞ্জ করেছেন।

পোস্টের শেষ অংশে বলা হয়

“আপনার মতো একজন দায়িত্বশীল নেতার কাছে আমরা বক্তাবলীর নেতা-কর্মীরা এ ধরনের আচরণ প্রত্যাশা করি না। দয়া করে দলীয় গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন এবং ব্যক্তি স্বার্থ নয়, দলীয় ঐক্য ও শৃঙ্খলাকে প্রাধান্য দিন।”

 

এমতাবস্থায় গিয়াসউদ্দিনের বক্তাবলী আগমনকে ঘিরে দলের অভ্যন্তরে যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে, তা দলের কেন্দ্রীয় নেতাদেরও নজরে পড়েছে বলে জানা গেছে।

দলের গঠনতন্ত্র অনুসরণ করে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করার দাবিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এখন মুখিয়ে। এখন দেখার বিষয়, গিয়াসউদ্দিন তার এই সফর ঘিরে উদ্ভূত বিতর্ককে কীভাবে সামাল দেন এবং দলীয় ঐক্য রক্ষায় কী ভূমিকা রাখেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..