জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ১২ ই জুলাই বিকালে কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহমান তুতি’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আঃ মন্নান, আব্দুল মতিন, মোজাফফর আলী লিটন, ডাঃ মনির হোসেন, মিটন মিয়া, মাহবুবুল আলম মাসুম ও আবু তালেব।
এ ব্যাপারে আহবায়ক আনিসুর রহমান তুঁতি বলেন, গতকাল আমাদের আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশা-পাশি সর্বসম্মতিক্রমে আগামী ১৯ শে জুলাই বিকাল ৩ ঘটিকার সময় কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্র ও অঙ্গ সহযোগী সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মী বৃন্দের উপস্থিতিতে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানাচ্ছি।
আপনার মন্তব্য প্রদান করুন...