সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: আবদুল জব্বার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উত্তর থানা ও ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর ছাত্রশিবিরের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ই জুলাই) বিকেলে ফতুল্লার তল্লা সবুজবাগ মডেল একাডেমী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বাংলাদেশ জামায়াতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ থাকতে হবে। কিশোর গ্যাং নামে একটি রোগ বের হয়েছে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। যুব সমাজকে কোনভাবেই ধ্বংসের ধারপ্রান্তে নেয়া যাবেনা। তাহলেই সম্ভব সুন্দর একটি সমাজ গড়ে তোলা।

আবদুল জব্বার আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা আর কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেবো না। আমরা জুলাইয়ে দাড়িয়ে প্রতিজ্ঞা করতে চাই, আর কোন জুলুমবাজ আমরা প্রতিষ্ঠা হতে দিবো না। ব্যালড বাক্স ছিনতাই আর হতে দেয়া যাবেনা। এছাড়া মিডফোর্ডে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এটা কি কোন মানুষ করতে পারে? সে যে দলের ই হোক না কেন এমন বিচার হওয়া উচিত যাতে করে আর কেউ এমন কোন কর্মকান্ড করার সাহস না পায়।

পরে ফতুল্লার তল্লা আজমেরী বাগের বড় মসজিদের সামনে থেকে শুরু করে মডেল গার্মেন্টস পর্যন্ত বিশাল এক গণসংযোগ করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরী সদর উত্তর থানার সভাপতি দেওয়ান মুহাম্মদ সিহাব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদ ও নারায়ণগঞ্জ উত্তর থানার সেক্রেটারী আবদুর রহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..